ভারতীয় ওষুধসহ ৩ পাসপোর্ট যাত্রী আটক


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে ভারতীয় ৫৯ প্রকারের ওষুধসহ তিনজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২০) সদস্যরা।

আটকরা হলেন- ঢাকার ধামরাই থানার আমরাইল গ্রামের মৃত নায়েব আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪২), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর ধীপুর গ্রামের সালাম শেখের ছেলে কাওছার শেখ (৩৫) ও মানিকগঞ্জ সদরের খোনা গ্রামের কালী দাসের ছেলে শংকর দাস (৩০)।

সোমবার বেলা ১১টায় হিলি সিপি বিজিবি ক্যাম্পে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবি। জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী এসব বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, আটক তিনজন পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে হিলি চেকপোস্ট দিয়ে গতকাল রোববার বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় তারা কৌশলে কয়েকটি ব্যাগে করে ভারতীয় ৫৯টি প্রকারের ওষুধ নিয়ে শ্যামলী পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পরে গোপন সংবাদ পেয়ে হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা হিলির রাজধানী মোড়ে শ্যামলী পরিবহন থেকে তাদের আটক করে।

তিনি আরও জানান, উদ্ধার করা ওষুধের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এরা নিয়মিত পাসপোর্টে ভারতে যাতায়াত করে। এভাবে তারা ভারত থেকে অবৈধভাবে ওষুধসহ বিভিন্ন মালামাল পাচার করে।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামিদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।