সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে গুজব : চট্টগ্রামে দুইজন আটক
গাইবান্ধায় সালাহ উদ্দিন আহমেদকে পাওয়া গেছে এমন গুজব ছড়ানোর অভিযোগে দুইজনকে আটক করেছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ।
বোরবার দুপুরে চট্টগ্রাম মহানগরী থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মনির ও উজ্জল।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর খাটিয়ামারীতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে বলে গুজব উঠেছে।
গুজবের সত্যতা যাচাইয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়।
ওই রাতেই জেলা পুলিশের সর্বোচ্চ ওই কর্মকর্তা ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্রহ্মপুত্র নদের চর খাটিয়ামারীতে পৌঁছান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকেলে খাটিয়ামারি চরের কাছে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। লাশটি নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিনের বলে গুজব ছড়িয়ে পড়ে।
এমএএস