বোচাগঞ্জ বিএনপির সভাপতির পদত্যাগ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান দুলাল সভাপতি পদ ও সাধারণ সদস্য পদ হতে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে সুবিদহাট (হাজীপাড়া) তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মো. হাবিবুর রহমান দুলাল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি অবহেলিত পিছিয়ে পড়া বোচাগঞ্জ উপজেলাকে সার্বিক উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এতে আমাদের সকলকে তার গতিশীল নেতৃত্বের প্রতি শ্রদ্ধা এবং আস্থা রাখা প্রয়োজন। আমি সেতাবগঞ্জ চিনি কলের শ্রমিক ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিয়ে আসছি। চিনি কলের উন্নয়নের স্বার্থে আমার চাকরির বাকি সময় শ্রমিক কর্মচারীদের সঙ্গে থেকে কাজ করতে চাই। তাই বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করলাম।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি