সিরাজগঞ্জে বিএনপি কর্মীসহ দুইজন কারাগারে
প্রতীকী ছবি
সিরাজগঞ্জে সরকারি কাজে বাধা ও নাশকতার মামলায় গ্রেফতার এক বিএনপি কর্মী ও এক শিবির কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ আলম এ নির্দেশ দেন।
এরা হলেন- সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের বোরহান আলীর ছেলে বিএনপি কর্মী সাইফুল ইসলাম ও সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার হাসান আলীর ছেলে শিবিরকর্মী নাজমুল ইসলাম (২৫)।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় নাজমুল ও সাইফুলকে গ্রেফতার করা হয়েছিল।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস