ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

বুধবার সকালে ইউনিয়নের জান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসত ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে গুরতর হলেন, সম্রাট হোসেন (২৫), শামচুন্নাহার বেগম (৪০), আবু তালেপ (৪৫), নুরুজ্জামান (২৫), আনোয়ার সেক (৩৫), সুমন মাতুব্বর (২৪), ইদ্রিস সেক (৭০) ও ওবায়দুর রহমান(৪৫)।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ জানান, বুধবার সকালে জান্দি গ্রামের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খেলোয়ারদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

এ নিয়ে আসলাম খান ও জামাল মাতব্বরের লোকজন বাক-বিতণ্ডায় জড়ান। এ সময় দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ লাগে। গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি সৈয়দ আব্দুল্লাহ।

এস.এম. তরুন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।