সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতার আ.লীগে যোগদান
সহস্রাধিক নেতাকর্মী নিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় বেলকুচির আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার হাতে ফুলের নৌকা উপহার দিয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।
তিনি ছাড়াও আওয়ামী লীগে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- বেলকুচি উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরু, উপজেলা বিএনপির সদস্য আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক মাসুদ রানা, থানা যুবদল নেতা হাসানুল হক রিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মাসুদ রানা বাচ্চুসহ উপজেলা বিএনপি, রাজাপুর ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী।
এর আগে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফী জি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপি, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাভোকেট কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, পৌর মেয়র আশানূর বিশ্বাস, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু প্রমুখ।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি