ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত


প্রকাশিত: ১০:৫৮ এএম, ২২ জানুয়ারি ২০১৭

ফরিদপুরের জ্ঞানদিয়া রেলসেতু সংলগ্ন স্থানে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে বাবু মোল্লা (৪২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী।

রোববার বেলা সোয়া ২টার দিকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর এলাকার জ্ঞানদিয়া রেলসেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর লক্ষ্মীদাসের হাট গ্রামের হাকিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার কাবুল হোসেন, আখলিমা, সবুজ ও অজ্ঞাত (নারী) । আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আসমত আলী জানান, রেলের ইঞ্জিন রাজবাড়ী থেকে ফরিদপুরে আসার পথে অটোরিকশাটি রেললাইন অতিক্রমের সময় ট্রেনের ধাক্কা লাগে। এতে অটোরিকশার চালক ছিটকে রেললাইনের ওপর পড়লে ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই খণ্ড হয়ে যায়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়লে চার যাত্রী আহত হন।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এস.এম. তরুন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।