খানসামা উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার
দিনাজপুর জেলার খানসামা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান মিন্টু ও হাসানুজ্জামান উজ্জল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের এক সভায় খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. সহিদুজ্জামান শাহকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খানসামা উপজেলা বিএনপির সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সদস্য, বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর