সিরাজগঞ্জে অস্ত্রসহ আটক ৩


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি রিভলবার ও চার রাউন্ড কার্তুজসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১২। সোমবার গভীল রাতে কামারখন্দ উপজেলার জামতৈল রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাইঝাইল পশ্চিমপাড়ার মৃত আকছেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), মাইঝাইল দক্ষিণপাড়ার হানিফ মণ্ডলের ছেলে চাঁদ আলী (৩৫) ও সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ইনছান আলীর ছেলে রফিকুল ইসলাম (৫২)।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার হাসিবুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, কামারখন্দ উপজেলার জামতৈল রেল ক্রসিংয়ের পাশে অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় বিদেশি রিভলবার ও চার রাউন্ড কার্তুজসহ ওই তিনজন অস্ত্র ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে অস্ত্র বেচাকেনা করে আসছিল। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।