পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
পুলিশের ওপর হামলা মামলায় সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ স্বপনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টায় সিরাজগঞ্জ পৌর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফিরোজ আহমেদ স্বপন সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহলার আব্দুল হামিদ খানের ছেলে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাস বিষয়টি নিশ্চিত করে জানান, স্বপন সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলা মামলার আসামি।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এমএস