বেল পাড়তে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সড়াতৈল গ্রামে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুলছাত্র শাওন হোসেনের (৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাওন হোসেন উপজেলার সড়াতৈল গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
শাওনের বাবা ইউসুফ আলী জানান, স্কুল থেকে এসে শাওন বাড়ির বেলগাছে উঠে বেল পারছিল। হঠাৎ ঢাল ভেঙ্গে পড়ে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বড়হর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শামীম হোসেন নবী এ তথ্য নিশ্চিত করেন।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এমএস