বিদায় অনুষ্ঠানে সংঘর্ষে কলেজছাত্র নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সংঘর্ষে গুরুতর আহত কলেজছাত্র আকাশ সেখ (১৯) মারা গেছে। বুধবার সকাল ১০টায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত আকাশ (১৯) উল্লাপাড়া উপজেলার সোনতলা ইউনিয়নের খান সোনতলা গ্রামের মিনহাজ সেখের ছেলে ও উল্লাপাড়া আর.এস কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে উল্লাপাড়ার সোনতলা তোছের আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তুচ্ছ ঘটনা নিয়ে কোবাদ আলীর সঙ্গে আকাশের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে কোবাদ ওই স্কুলের বিদায়ী ছাত্রদের নিয়ে আকাশকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় আকাশকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। বুধবার সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে আকাশ নিহত হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর