সিরাজগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
সিরাজগঞ্জের বেলকুচির রান্ধনীবাড়ী নদী সংলগ্ন এলাকা থেকে অগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
বুধবার দিবাগত রাত ১টায় বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি পাইপগান, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড পাইপগানের গুলি, ১টি বড় ছুরি ও ৩টি মোবাইলসেট উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, টাঙ্গাইল জেলার ভুয়াপুর চর বিহারী এলাকার মৃত পাষান আলী আকন্দের ছেলে নজরুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতী এলাকার মৃত জুড়ান আলীর ছেলে নূরুল ইসলাম (৫২) ও পাইকপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪৫)।
স্পেশাল কোম্পানী, র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলম বুধবার দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলা ও টাঙ্গাইল জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় একাধিক মামলা দায়ের রয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস