ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭
প্রতীকী

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় অজ্ঞাতনামা (৩০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কড্ডা থেকে হাটিকুমরুল গোলচত্বরগামী একটি মোটরসাইকেল কোনাবাড়ীর মফিজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং অপর আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকটি আটক হলেও চালক-হেলপার পলাতক রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।