হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের হিলি চেকপোস্টের শুণ্য আঙ্গিনায় হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান মোল্লার হাতে মিষ্টির ৬টি প্যাকেট তুলে দেয়া হয়।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান মোল্লা জানান, বৃহস্পতিবার ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে হিলি চেকপোস্টে গেটে বিএসএফের হিলি ক্যাম্পের ইন্সপেক্টর জামিল বাদশা বিজিবির কর্মকর্তা ও সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান। এরপর তিনি মিষ্টির ৬টি প্যাকেট তুলে দেন।

বিএসএফের ইন্সপেক্টর জামিল বাদশা জানান, উভয় সীমান্তরক্ষী সদস্যদের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদারের লক্ষেই এই মিষ্টি বিনিময় করা হয়েছে। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।