আ.লীগ নেতাদের বাড়িঘর লুটপাটে যুবলীগ নেতারা


প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

সিরাজগঞ্জে পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগের তিন নেতার বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় এ ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোকাররম হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা ওরফে বোম মোস্তফার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এ হামলা চালায়।

তারা অস্ত্রসস্ত্র নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের বাড়িঘরে হামলা এবং ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে।

এ সময় তারা প্রতি বাড়ি থেকে টিভি, নগদ টাকা, স্বর্ণালংকারসহ আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘনায় মামলার প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী বলেন, বোম মোস্তফা ও তার সহযোগীরা রানীগ্রাম মধ্যপাড়া মহল্লায় বিভিন্ন তাঁত ফ্যাক্টরি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে আসছে। এ নিয়ে আমাদের সাথে বোম মোস্তফা গংয়ের দ্বন্দ্ব চলে। এরই জের ধরে তারা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা বাড়িঘর ভাঙচুরের বিষয়টি স্বীকার করে বলেন, গত ২৪ জানুয়ারি আমাদের একটি ঘর পুড়িয়ে দেয়া হয়েছে। এরই জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।