সিরাজগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

আটক রানা সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনী এলাকার আমির হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ শহরের ১নং পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) টিপু সুলতান জানান, রেল কলোনী মহল­ার একটি মারামারি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছে।

এদিকে গ্রেফতার হওয়ার পর আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম রানা সাংবাদিকদের জানান, সম্প্রতি রেল কলোনী মহল­ায় একটি শিশু ধর্ষণের ঘটনায় পৌর আওয়ামী লীগের সাবেক কোষাধাক্ষ রেল কলোনী মহল­ার স্থানীয় প্রভাবশালী মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন অভিযুক্ত হলে তার নামে সদর থানায় একটি মামলা হয়। ওই ঘটনার জের ধরে শাহাদতের ইন্ধনে তাকে পুলিশ দিয়ে ফাঁসানো হয়েছে।

অবশ্য সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রানার নামে গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।  

অন্যদিকে, পৌর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শাহাদত হোসেন মোবাইলে দাবি করেন, রানা মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে রেল কলোনী মহল­ায় ত্রাসের রাজত্ব কায়েম করলেও তার বিরুদ্ধে কেউই মুখ খোলে না। তার বিরুদ্ধে কেউ সোচ্চার হলে তাকে বিভিন্ন কায়দায় ফাঁসানো বা ঝামেলায় ফেলা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।