বেলকুচিতে শ্বাসরোধে যুবককে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচিতে অজ্ঞাত এক যুবককে (৩২) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের বেলকুচি চর পশ্চিম এলাকার একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলকুচি চর পশ্চিমপাড়া এলাকায় একটি ক্ষেতের মধ্য ওই যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, নিহত যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে- বৃহস্পতিবার রাতে ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর ক্ষেতের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বত্তরা।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এমএস