সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের তিন নেতা আহত


প্রকাশিত: ১১:১১ এএম, ২৮ জানুয়ারি ২০১৭
প্রতীকী

গোপালগঞ্জের কাশিয়ানীর মাজরা এলাকায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভজিৎ হালদার বাবুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা গুরুতর অন্যরা হলো, পিরোজপুর জেলা ছাত্রলীগের সম্পাদক খাইরুল ইসলাম মিঠু এবং প্রাইভেটকার চালক ফরিদ (৪২)।

গুরুতর আহত শুভজিৎ হালদার বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে পিরোজপুর যাওয়ার পথে সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজরা নামক এই দুর্ঘনার শিকার হন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান বুলু জানান, বাবুর আবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এস,এম, তরুন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।