রামেক হাসপাতালের নিরাপত্তায় সিসি ক্যামেরা


প্রকাশিত: ০৩:০৫ এএম, ২৮ মার্চ ২০১৫

নিরাপত্তা জোরদার করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রাথমিকভাবে মা ও শিশু ওয়ার্ড, জরুরী বিভাগ, আউটডোর, হাসপাতালের প্রবেশ ফটক, কুক হাউজ ও স্টোরে এসব সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রোগী ও তাদের স্বজনদের মাঝে।

সম্প্রতি দালালদের উৎপাত, শিশু চুরিসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগে শিশু চুরি ও দালালদের উৎপাতে চিকিৎসা নিতে আসা রোগীরা দিশেহারা হয়ে পড়লেও ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করায় এ ধরনের ঘটনা কমে আসবে বলে অভিমত হাসপাতাল কর্তৃপক্ষের।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি টিভি ক্যামেরা লাগানো হলেও পর্যায়ক্রমে আরো ৫১টি পয়েন্টে এই ক্যামেরা বসানো হবে।

মোট ৬৭টি পয়েন্টে এ সিসি ক্যামেরা লাগানো হবে। ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করায় শিশু চুরির ঘটনাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করছেন রোগী ও রোগীদের স্বজনরা।

মা ও শিশুদের ওয়ার্ডগুলোকে বেশি প্রাধান্য দিয়ে এ সিসি ক্যামেরা লাগানো হয়েছে। জরুরি বিভাগে ২টি, আউটডোরে ২টি, হাসপাতালের প্রবেশ ফটকে তথ্য কেন্দ্রের সামনে ২টি, কুক হাউজে ১টি, স্টোরে ১টিসহ হাসপাতালের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানি ও দালালদের উৎপাত, হাসপাতালের অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আপাতত হাসপাতালের ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কাজ চলছে। পর্যায়ক্রমে আরো ৫১টি সিসি ক্যামেরা হাসপাতালে লাগানো হবে। হাসপাতালে সিসি টিভি ক্যামেরাগুলো লাগাতে ব্যয় হচ্ছে ৪ লাখ ৩৩ হাজার টাকা।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।