লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কাঁচামাল ব্যবসায়ী আবদুল মান্নান হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মো. আজিজের ছেলে মো. আলাউদ্দিন, মো.ফয়সাল, রিয়াজ, নুর আলম, আবদুল আজিজ। তাদের মধ্যে আলাউদ্দিন ও নুর আলম পলাতক রয়েছেন।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১১ ডিসেম্বর জমি নিয়ে বিরোধের জের ধরে রায়পুরের চরপাতা গ্রামের আবদুল মান্নানকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ওদিনই রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের ছেলে মো. রাজু ১০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। পরের বছরের ১৩ জুন ৯ আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়।

আদালত দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামিদের ৫ জনের যাবজ্জীবন, প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি চারজনকে খালাস দেন। তারা হলেন, সিরাজ, পারভিন, রিনা ও ফাতেমা।

লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেন আদালত।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।