হিলি সীমান্তে ট্রাকসহ ফেনসিডিল জব্দ


প্রকাশিত: ০৯:২৮ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে ৬৪৪ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিজি) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে ঘোড়াঘাট উপজেলার হাকিমপুর-ঘোড়াঘাট সড়কের ডুগডুগি নামক এলাকা থেকে ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করে বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে হিলি সীমান্ত থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হিলি-ঘোড়াঘাট সড়কে অবস্থান নেয়।

এ সময় (বগুড়া-ট-১১-০৪৫৭) ট্রাককে ধাওয়া করলে চালক ও হেলপার ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি পাকা রাস্তার উপর ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই ট্রাক থেকে ৬৪৪ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করেন।  

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।