সরকার জাতিভেদে বিশ্বাস করে না : এলজিআরডিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতিভেদে বিশ্বাস করে না। এদেশের সংবিধান যেমন সবার সমঅধিকার নিশ্চিত করেছে। তেমনি সরকারও সবার প্রতি সংবেদনশীল থেকে তা বাস্তবায়ন করে যাচ্ছে।
শনিবার দুপুরে ফরিদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ সময় হরিজন সম্প্রদায়ের দাবি-দাওয়ার প্রতি সম্মতি জানিয়ে তাদের বেতন দ্বিগুণ করার আশ্বাস দেন।
হরিজন ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি রিপন হরিজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পৌর মেয়র মাহতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নির্মল চন্দ্র দাস প্রমুখ।
এস. এম. তরুন/এএম/আরআইপি