রংপুরে ট্রান্সফর্মার বিস্ফোরণ : শিক্ষার্থীসহ আহত ৪৫


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৯ মার্চ ২০১৫

রংপুরের রবার্টসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে আতঙ্কিত হয়ে ক্লাস থেকে বের হতে গিয়ে পথচারীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছে।

রোববার দুপুর ২ টার দিকে পানি উন্নয়ন বোর্ড’র বৈদ্যুতিক ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হলে পথচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হন অনেকে। এদের মধ্যে ৭ম শ্রেণির ছাত্রী রুবিনা আক্তার (১২) ও নবম শ্রেণির ছাত্রী মাহিনি আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল বাকী জানান, দুপুরে স্কুলের পাশে পানি উন্নয়ন বোর্ড’র বৈদ্যুতিক ট্রান্সফর্মারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত স্কুলে থেকে বেরুতে গিয়ে শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন আহত হয়।

উল্লেখ্য, ট্রান্সফর্মারটি এর আগেও একবার বিস্ফোরিত হয়। কিন্তু, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা না নেয়ায় আবারো দুর্ঘটনা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।