গাইবান্ধায় ৪ পেট্রলবোমাসহ আটক ৬
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৪টি পেট্রলবোমাসহ ৬ জনকে আটক করা হয়েছে। সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্লাবাজারের প্রবাসি শাহীনের বাড়ি থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ৪টি পেট্রলবোমা ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো , সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্লাবাজার এলাকার বিট্রিশ আকবরের ছেলে সৌদি প্রবাসি জাহাঙ্গীর আলম শাহীন (৪০) তার ছোট ভাই শরিফ আল হাসান (২৮), আবু সাইদ বাবু (২৫), ফারুক হোসেন(২৫), আঃ জলিল(৫০) এবং সানকিভাঙা এলাকার খাজা মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, প্রবাসি শাহীন দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় মাদক ব্যবসা, অপরাধ কর্মকাণ্ড,সাধারণ মানুষ ও রেলওয়ের জমি দখল করে আসছিল। শাহীনের নেতৃত্বে ৮-১০ জনের একটি চক্র মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের একটি পুকুর দখল করতে যায়। এমন খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। পরে শাহীনের বাড়ি ঘিরে ফেলে পুলিশ তল্লাসী চালিয়ে ৪টি পেট্রোলবোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করে।
ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আজাদ শীতল জানান, এর আগেও শাহীনের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের ও ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়। মূলত শাহীন একটি বাহিনীর নেতৃত্বে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও রাজত্ব কায়েম করে আসছে। এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।
ঘটনাস্থলে থাকা সহকারী পুলিশ সুপার-বি-সার্কেল মোঃ জহুরুল হক পেট্রলবোমাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা পেট্রলবোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
এমজেড/পিআর