ট্রাকভর্তি জাটকাসহ আটক ৩ ব্যক্তির দণ্ড


প্রকাশিত: ১০:২০ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরের রামগতিতে পাচারের সময় ট্রাকভর্তি জাটকাসহ আটক তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামাল আটকদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় জব্দ করা প্রায় ৫০ মণ জাটকা এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার চরফলকন গ্রামের শরিফ উদ্দিনের ছেলে বাহার হোসেন, রামগতি উপজেলার সুজন গ্রামের আজাদ উদ্দিনের ছেলে আক্তার হোসেন ও একই গ্রামের আবদুস সালামের ছেলে ফিরোজ। তারা জাটকা পরিবহনের সাথে জড়িত ছিলেন।

এ ব্যাপারে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মঙ্গলবার রাতে রামগতির পৌর আশ্রম এলাকা থেকে  ট্রাকভর্তি প্রায় ৫০ মণ জাটকাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেকের জরিমানা করেন। জাটকাগুলো এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।