পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ : পরিদর্শকদের অব্যাহতি


প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

দিনাজপুরের চিরিরবন্দরে বহিষ্কৃত পরীক্ষার্থী অন্য পরীক্ষার্থীর খাতা ছিঁড়ে ফেলায় এক পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্রসচিব বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার পরীক্ষার্থীর নাম, নিশাদ মুনির লিজা। তার দিনাজপুর শিক্ষাবোর্ডের রোল নং-৬৩০১৩৯, রেজিস্ট্রেশন নং-১৩১৭৭২৪৭৬৮।

জানা গেছে, গতকাল ৭ ফেব্রুয়ারি চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চিরির এই কেন্দ্রে (কেন্দ্র কোড-৭৪৯) ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ৭ নং কক্ষে নিশাদ মুনির লিজা নামের এক পরিক্ষার্থী অসদুপায় অবলম্বন করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী দেখতে পান।

এ সময় তিনি কেন্দ্রসচিব কৃষ্ণপদ রায়কে ওই পরিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন। ফলে তাকে ১২টা ৪৫ মিনিটে বহিষ্কার করা হয়। এতে ওই পরিক্ষার্থী ক্ষোভে একই বিদ্যালয়ের পরিক্ষার্থী কামরুন নাহারের পরীক্ষার খাতা ছিঁড়ে ৪ টুকরো করে ফেলে। এতে কেন্দ্র কর্তৃপক্ষ ওই পরিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করে।

পরে থানায় আটক ওই পরিক্ষার্থী ভুল স্বীকার করে জানায়, ১২টা ১৫ মিনিটে তাকে বহিষ্কার করা হয়। অনেক অনুরোধ সত্ত্বেও খাতা না দেয়ায় ক্ষোভে আধা ঘণ্টা পর এ কাণ্ড ঘটান।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, কেন্দ্রসচিবের এজাহারটি ১৯৮০ সালের ৪২ নং আইনে ১১ এর (গ) ধারার পাবলিক পরীক্ষা আইনে মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। যার মামলা নং ৬। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কেন্দ্রসচিব জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক আনছার আলী ও মমিনুল ইসলামকে পরবর্তী সকল পরীক্ষা হতে অব্যাহতি দেয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।