লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিককে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরে মো. বাবুল হোসেন (৪৫) নামের এক ইটভাটা শ্রমিককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বাবুল একই গ্রামের রফিক উল্যার ছেলে ও স্থানীয় একটি ইটভাটার শ্রমিক।
 
পরে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য কর্মরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, একই এলাকার রফিক উল্যা ও আক্কাস মোল্লার সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে রফিক উল্যার বাড়িতে মাটি কাটার জন্য ট্রাক্টর আসে। খবর পেয়ে আব্বাস মোল্লা তার লোকজন নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে রফিকের বড় ছেলে বাবুলের নাক কেটে যায়।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।