রায়পুরে শিক্ষার্থীদের পিঠা উৎসব


প্রকাশিত: ১১:০০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরের রায়পুর মহিলা কলেজে শিক্ষার্থীদের পিঠা উৎসব হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে দুই শতাধিক রকমের নানা নকশার দেশীয় পিঠার ফসরা সাজানো হয়। এ সময় প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাংসদ মোহাম্মদ নোমান।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবিএম জিলানীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল­াহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি মাজেদা বেগম, রামগতি আ স ম আবদুর রব কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার ও মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, নারী শিক্ষা ব্যবস্থা উন্নয়নে রায়পুর মহিলা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করতে প্রশাসনিকভাবে কার্যক্রম চালানো হচ্ছে। এতে এই কলেজের ফলাফলে আরও ব্যাপক সাফল্য আসবে।

কাজল কায়েস/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।