সিরাজগঞ্জে আ.লীগ নেতাসহ আটক ৩


প্রকাশিত: ০৮:৫২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১২। এসময় ১৯৫ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও চার পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে পৌর এলাকার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাহমুদপুর এলাকার সোনা উল্লাহ সেখের ছেলে পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গোলজার হোসেন (৫০), একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান (৪৫) ও শফিকুল ইসলামের স্ত্রী পিয়ালী খাতুন (৩০)।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাহমুদপুর এলাকার অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় উত্তরপাড়াস্থ এলাকা থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের আনুমানিক মূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।  

এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।