সিরাজগঞ্জ মহিলা আ.লীগের সভাপতি স্বপ্না সম্পাদক হাসনা
দীর্ঘ ২২ বছর পর সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নাকে সভাপতি এবং হাসনা হেনাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সুলতানা রাজিয়া মিলন নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়েছে।
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিরিন রোখসানা।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিলাত মুন্না, সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, অ্যাড. কেএম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, নাজমা সালাম, জান্নাতুল বাকিয়া ও তাহমিনা খাতুন প্রমুখ।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/জেআইএম