বাংলাদেশ এখন আর গরীব দেশ নেই


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার সুপরিকল্পিত রাষ্ট্র পরিচালনার কারণে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এক সময় বিশ্ব মিডিয়ায় বাংলাদেশকে গরীব ও ভিখারীর রাষ্ট্র উল্লে­খ করা হতো। বিভিন্ন দেশ ও সংস্থা সাহায্যে চলতে হতো। এখন কারও সাহায্যের প্রয়োজন হয় না। বাংলাদেশ এখন আর গরীবের দেশ নয়।

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্ট চত্বরে সলঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।

সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল­াত মুন্না, হাসিবুর রহমান স্বপন, তানভীর ইমাম, আব্দুল মজিদ মন্ডল এবং সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।