লক্ষ্মীপুরে বিনামূল্যে ৬ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা


প্রকাশিত: ০৮:০২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে এসএমকে হসপিটাল নামের একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ছয় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। এসময় ৭০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।

রোববার বেলা ১১টার দিকে এ বিনামুল্যের চক্ষু চিকিৎসা ও চক্ষু অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন ওই হাসপাতালের চেয়ারম্যান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার একেএম ফখরুল ইসলাম পেয়ারু। এ ক্যাম্পের সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল হক পাটোয়ারী, স্বেচ্চাসেবী সংগঠন ফ্রেন্ডশিপের প্রতিনিধি মো. সালাহ উদ্দিন, চক্ষু বিশেষজ্ঞ ডা. মইনুল হোসেন ও হাসপাতালের ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে বিনামূল্যে ছয় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। এসময় ৭০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।

কাজল কায়েস/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।