রায়পুরে ১০ মণ জাটকা আটক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে জাটকা ধরার সময় অভিযান চালিয়ে ১০ মণ জাটকা আটক করা হয়। এ সময় দুই জেলেকে আটক করেছে প্রশাসন। সেই সঙ্গে ৬ লাখ টাকা মূল্যের ৩০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পুরান বেড়ি, চরবংশী ও নদী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হানি এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, অভিযান চলাকালে জাটকা ধরার সময় রায়পুরের চরবংশী গ্রামের হযরত আলী ও চাঁদপুরের মন্দা গ্রামের জহির গাজীকে আটক করা হয়। পরে ভ্রাম্যামাণ আদালতে দোষ স্বীকার করলে হযরত আলীর ৩ হাজার এবং জহিরের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ বলেন, জাটকা মাছগুলো এতিম খানায় ও দুস্থ লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া দুইটি নৌকা জব্দ করা হয়। নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কাজল কায়েস/এএম/জেআইএম