অভয়নগরে ব্রিটিশ সীমানা পিলার উদ্ধার


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

যশোরের অভয়নগর থেকে ব্রিটিশ আমলের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বুইকারা গ্রামের পুকুর থেকে এ পিলার উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বুইকারা গ্রামের জগবাবুর মোড় এলাকার মাহবুব হোসেনের পুকুরে জেলেরা মাছ ধরতে নামে। এ সময় জেলেদের জালে ওই পিলার উঠে আসে। এরপর স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ পিলারটি উদ্ধার করে অভয়নগর থানায় নিয়ে যায়। ২৬ ইঞ্চি উচ্চতা ও ২১ ইঞ্চি ব্যাসার্ধের পিলারটির ওজন ১৮.২৫ কেজি।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিনুর রহমান জানান, এটি ব্রিটিশ আমলের সীমান পিলার। স্থানীয়রা এটি পাওয়ার পর পুলিশ তা উদ্ধার করেছে।

মিলন রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।