লক্ষ্মীপুরে মেসে তল্লাশি চালিয়ে দুই শিবির কর্মী আটক


প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরে এক মেসে তল্লাশি চালিয়ে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পৌর-শহরের ডিবি রোড এলাকার অ্যাড. আবুল কালামের মেস থেকে তাদের আটক করা হয়। তারা নিজেদের শিবিরের সাথী বলে দাবি করেছেন।

পুলিশ জানায়, আটকদের কাছ থেকে সংগঠনের চাঁদা আদায়ের রশিদ বই, প্রতিবেদন বই, একাধিক সিল, আল জিহাদ সাইয়্যেদ আবুল আ`লা মওদুদী ও যুদ্ধাপরাধী নিজামীরসহ অর্ধ-শতাধিক জিহাদি বই উদ্ধার করা হয়।

আটকরা হলেন, নোয়াখালীর নূর মোহাম্মদের ছেলে নুরুল হক ও নুরুল হকের ছেলে মনিরুজ্জামান। তারা লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ জেহাদি বই ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

কাজল কায়েস/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।