গাইবান্ধায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ১৪


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৫ এপ্রিল ২০১৫

গাইবান্ধায় নাশকতা মামলায় বিএনপি ও জমায়াতের ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত জেলার পলাশবাড়ী থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া জেলায় পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধমূলক মামলা ও গ্রেফতারি পরোয়ানায় আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর আবদুর রশিদ।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশকতা মামলায় পলাশবাড়ী থানায় দুইজন বিএনপি ও তিন জন জামায়াতের কর্মী রয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন থানা হাজতে বিভিন্ন মামলার আরও ৯ আসামী গ্রেফতার রয়েছেন।

জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।