রামগতিতে বাসচাপায় সাইকেল আরোহী নিহত
প্রতীকী
লক্ষ্মীপুরের রামগতিতে বাসচাপায় মো. ফারুক (৫৫) নামের এক বাইসাইকেল আরোহীর নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের রামগতি প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার সুজন গ্রামের ছিদ্দিক উল্যাহ মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানায়, রামগতির আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন সাইকেল আরোহীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগতি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজল কায়েস/এএম/জেআইএম