নোয়াখালীকে বিভাগ করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সামাজিক ও সাংস্কৃতি সংগঠন ধ্রবতারা এ মানববন্ধনের আয়োজন করে।

এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার  বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে নারী নেত্রী ও জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহাজান কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, ধ্রবতারার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুসহ রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নোয়াখালীর দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করা যেতে পারে। এটি লক্ষ্মীপুরের মানুষের প্রাণের দাবি। মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

কাজল কায়েস/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।