ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের দত্তপাড়া কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
দলীয় সূত্র ও স্থানীয়রা জানায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে দত্তপাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ মেহেদী হাসান বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আগুনের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
মঙ্গলবার ভোরে কলেজে ঝুলানো সভাপতি বাবুর ফেস্টু ছিঁড়ে ফেলে কে বা কারা। এ নিয়ে সকালে কলেজ ক্যম্পাসে সাধারণ সম্পাদক আগুনের অনুসারী তারেক ও রাব্বির সঙ্গে সভাপতি বাবুর অনুসারী হিরন, রবি, শুভ’র সঙ্গে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে উভয় পক্ষ কয়েক দফায় কলেজ ক্যাম্পাস ও স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সংর্ঘষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।
এতে ছাত্রলীগ কর্মী তারেক, শুভ, রবি, রাব্বি ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আগুনসহ উভয় পক্ষের ৮ নেতাকর্মী আহত হয়। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা এম বেলাল হোসেন ও যুবলীগ নেতা শেখ ফরহাদ আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সভাপতি সৈয়দ মেহেদী হাসান বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আগুন একে অপর পক্ষকে দায়ী করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শিপন বড়ুয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলেজ ক্যাম্পাস ও আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
কাজল কায়েস/এএম/জেআইএম