লক্ষ্মীপুরে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বইমেলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ উপলক্ষে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বইমেলা। মঙ্গলবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল।
লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা মেলার কয়েকটি স্টল পরিদর্শন করেন। মেলায় ৬৫টি স্টল স্থান পায় বলে জানায় জেলা প্রশাসন।
এদিকে, চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ৪ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। দুপুরে এ মেলার উদ্বোধন করেন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, কফিল উদ্দিন কলেজের উপাধ্যক্ষ সরকার জোবায়েদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও জেলা জাতীয় পার্টির সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী প্রমুখ। মেলায় ৫৪টি স্টল বসেছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
কাজল কায়েস/এএম/আরআইপি