গোবিন্দগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৬ এপ্রিল ২০১৫

গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেব আলী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নে বগলাগাড়ী মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সাহেব আলী কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, সকালে বগলাগাড়ী-মধ্যপাড়া গ্রামে আশরাফুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় সাহেব আলীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়  স্থানীয় এলাকাবাসী । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আশরাফুল প্রতারক জ্বীনের বাদশাচক্রের শীর্ষস্থানীয় সদস্য। টাকা-পয়সা ভাগ-বাটোয়ারা নিয়ে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে । মরদেহ উদ্ধারের পর আশরাফুলের বাড়ির লোকজনকে খুঁজে পাওয়া যায়নি।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।