নওগাঁয় ৮ দফা দাবিতে বাসদের পদযাত্রা


প্রকাশিত: ১১:৪০ এএম, ১০ এপ্রিল ২০১৫

সরকার ঘোষিত প্রতি মণ ধানের মূল্য ৮৮০ টাকা নিশ্চিত করা, খরা-বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, চাতাল শিল্প রক্ষা করা ও চাতাল শ্রমিকদের নায্য মজুরি নিশ্চিত করাসহ আট দফা দাবিতে পদযাত্রা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী ভীমপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে চৌমাশিয়া নওহাটা মোড় বাজার পর্যন্ত পদযাত্রা করে পরে নওহাটা বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে আট দফা দাবিতে বক্তব্য রাখেন জেলা শাখার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, উপজেলা শাখার সদস্য সচিব কালিপদ সরকার, জেলা শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শমশের মোল্লা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নওগাঁ জেলার সভাপতি জয়ন্ত বর্মণ প্রমুখ।

এমজেড/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।