শ্যামনগরে ইউনিয়ন জামায়াতের আমির গ্রেফতার
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রউফ গাজীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে গাবুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, নাশকতা মামলায় পদ্মপুকুর ইউনিয়নের পূর্ব পাতখালি গ্রামের বাসিন্দা আব্দুর রউফ গাজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
আকরামুল ইসলাম/এআরএ/পিআর