সাতক্ষীরার শীর্ষ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেফতার


প্রকাশিত: ১১:২২ এএম, ০৯ মার্চ ২০১৭

সাতক্ষীরার তালায় নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা বিদ্যুৎ বাছাড়কে (৪৮) দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে উপজেলার সুজন শাহ ঋষিপড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

শীর্ষ সন্ত্রাসী বিদ্যুৎ বাছাড়ের নামে জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার করা হয়েছে- পাশ্ববর্তী মাগুরাডাঙ্গা এলাকার বিদ্যুৎ বাছাড়, সুজনশাহ ঋষিপাড়ার গোপাল দাশের ছেলে পলাশ দাশ(১৮) ও নুর ইসলামের ছেলে তালাকে (২৬)।

গ্রেফতার পলাশ দাশের বাবা গোপাল দাশ জাগো নিউজকে জানান, রাত ১২টার দিকে আটজন পুলিশ এসে আমার ছেলেসহ পাশ্ববর্তী এলাকা তালা এবং অপরিচিত একজনকে ধরে নিয়ে গেছে। তারা ঘরে বসে টিভি দেখছিল। পরে বিভিন্ন মাধ্যমে শুনেছি অপরিচিত লোকটি শীর্ষ চরমপন্থী নেতা বিদ্যুৎ। এরপর থানায় গিয়ে ছেলের কোনো সন্ধান পায়নি।

বিষয়টি অস্বীকার করে তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন,  বিদ্যুৎকে গ্রেফতারের কোনো খবর তার কাছে নেই।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।