একই পরিবারের পাঁচ সদস্য হঠাৎ মানসিক ভারসাম্যহীন


প্রকাশিত: ০৮:৫২ এএম, ১১ মার্চ ২০১৭

এক সপ্তাহের ব্যবধানে একই পরিবারের পাঁচ সদস্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। অসংলগ্ন আচরণ আর কথা বার্তায় সকলের কাছে পাগলে পরিণত হয়েছেন তারা।

তবে চিকিৎসক বলছেন, তারা পাগল নয়। এটি একটি রোগ। প্রথমে একজন আক্রান্ত হয়ে পরবর্তীতে সকলেই আক্রান্ত হয়ে পড়ে।

শুক্রবার রাতে তাদের খুলনার প্রগতি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে গত শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মৃত. সরু খা বিশ্বাসের মেয়ে ফরিদ বেগম (৩৫)। অসংলগ্ন আরচণ আর কথা-বার্তা বলতে থাকে। রোববার ও সোমবার এ দুইদিনে একইভাবে অসুস্থ হয়ে পড়ে সুরু খা বিশ্বাসের অপর ছেলে লিয়াকত বিশ্বাস (৩৮), হালিম বিশ্বাস (৩২), সবুর বিশ্বাস (২৮), গফুর বিশ্বাস (২৫)।

বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ কুদরত-ই-খুদা, ওসি হাসান হাফিজুর রহমান।

satkhira

তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ কুদরত-ই-খুদা জাগো নিউজকে জানান, এটা মানসিক রোগ। কিন্তু স্থানীয়রা ও তাদের পরিবারের অন্য সদস্যরা বলছেন এটা জিন-ভূতের ব্যাপার কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। অ্যাম্বুলেন্স নিয়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি।

লিয়াকতের চাচাতো ভাই মাসুদ বিশ্বাস জাগো নিউজকে জানান, শুক্রবার রাতে অনেক বুঝিয়ে লিয়াকত, হালিম, ছবুর, গফুর ও ফরিদাকে এখানে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক বলেছেন, এটা জিন-ভূতের ব্যাপার নয়। এটা একটা রোগ। প্রথমে একজন আক্রান্ত হয়ে পরবর্তীতে একত্রে থাকা সকলেই আক্রান্ত হয়েছেন। কয়েকদিনের মধ্যেই তারা সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে যাবে।

আকরামুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।