তালায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২


প্রকাশিত: ০২:৩৭ এএম, ১২ মার্চ ২০১৭
ফাইল ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতরা ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের বিদ্যুৎ কুমার (৪৬) ও একই উপজেলার সুজনশাহ গ্রামের তালহা শেখ (২৬)।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন ও এসআই নাজমুল হক জানতে পারেন ওই এলাকার লক্ষণ দাসের আমবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

রাত সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাতদল পালিয়ে যায়। এ সময় তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন দুজনকে শনাক্ত করে।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, চারটি ককটেল, দুটি গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।