সাতক্ষীরার তিন রাজাকারকে দ্রুত গ্রেফতারের দাবি


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ১২ মার্চ ২০১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাতক্ষীরার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তিন রাজাকারকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা।

রোববার বেলা ১১টার দিকে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক বিশ্বাস, মুক্তিযোদ্ধা হাচান জাহিদ জজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর বুলারাটীর কুখ্যাত রাজাকার এম আব্দুল্লাহহিল বাকী, শহরের পলাশপোলের নবজীবনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলবদর কমান্ডার খান রোকনুজ্জামান ও ’৭১ সালে নৃশংসতার কারণে ‘টিক্কা খান’ নামে পরিচিতি পাওয়া সদর উপজেলার বৈকারী গ্রামের জহিরুল ইসলামকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বক্তারা বলেন, এই তিন রাজকারকে গ্রেফতার ও বিচার করে সাতক্ষীরাকে কলঙ্কমুক্ত করতে হবে।

উল্লেখ্য, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক, সদস্য বিচারপতি শাহিনুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ সাতক্ষীরার এই তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।