বর্ষবরণে নারী লাঞ্চনার ঘটনায় মানববন্ধন
ঢাকায় নারী লাঞ্চিত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জেলার ১৮টি বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনের আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পল্লী শ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা, জাতীয় মহিলা আইনজীবি সমিতির অ্যাড. তৈয়বা বেগম।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের দিনাজপুরের এডিপি ম্যানেজার রোনাল্ড গোমেজ, প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ, পল্লী শ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা, জাতীয় মহিলা আইনজীবি সমিতির (বিএনডব্লিউএলএ) অ্যাড. তৈয়বা বেগম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পল্লী শ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম বলেন, বাংলাদেশ আজ বিশ্ব মঞ্চে মর্যাদার আসনে অধিষ্ঠিত। কারণ, নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় আজ বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।
তিনি আরো বলেন, আজ বাংলাদেশ নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন।
এমজেড/এমএএস/আরআই