দিনাজপুরে আইসিটিতে অনুপস্থিত ১০২০
দিনাজপুরে এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং কম্পিউটার শিক্ষা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার শিক্ষা প্রথমপত্র পরীক্ষায় ৮৯ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করে ৮৮ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী।
এছাড়া অনুপস্থিত রয়েছে ১ হাজার ২০ জন পরীক্ষার্থী। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার শিক্ষা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে রংপুরে ১৭৯ জন,গাইবান্ধায় ১৮৯ জন, নীলফামারীতে ১০০ জন, কুড়িগ্রামে ১৩০ জন, লালমনিরহাটে ৭১ জন, দিনাজপুরে ১৮৯ জন, ঠাকুরগাঁওয়ে ৯৭ জন ও পঞ্চগড়ে ৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অপরদিকে অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-আর-রশীদ মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এএম/পিআর